1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

দুই মাথা নিয়ে নবজাতকের জন্ম

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৩৩ বার পড়া হয়েছে

দেশজুড়ে ডেস্ক : নীলফামারীর ডোমারের একটি বেসরকারি হাসপাতালে দুই মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। বুধবার (১২ জুলাই) রাতে উপজেলার ডক্টরস ক্লিনিকে শিশুটির জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া আশিকুর রহমানের স্ত্রী ফারজানা প্রসব ব্যথা নিয়ে ওই ক্লিনিকে আসেন। তবে তার পরিবার আগে থেকেই নিশ্চিত ছিলেন ফারজানার পেটে দুই মাথাবিশিষ্ট সন্তান রয়েছে। পরে সিজারিয়ানের মাধ্যমে ওই দুই মাথাবিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটি সেখানে নিবিড় পর্যবেক্ষণে আছে।

দুই মাথাবিশিষ্ট সন্তানের বাবা আশিকুর রহমান বলেন, বর্তমানে মা ও সন্তান দুজনেই ভালো আছে। বাচ্চাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইনের কারণে এমন বাচ্চা ভূমিষ্ঠ হয়। বাচ্চা যমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই বাচ্চাগুলো বেঁচে থাকার আশঙ্কা কম থাকে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট