দেশজুড়ে ডেস্ক: বিশ্বকাপে পছন্দের দল ব্রাজিল ভালো খেলতে না পারায় এবং মেসির খেলায় মুগ্ধ হয়ে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক হলেন জুয়েল রানা (৪৫) নামে এক ব্যক্তি। এমনকি দল পরিবর্তনের আগে দুধ দিয়ে গোসলও করেন তিনি। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার হাবিবপুর এলাকায় ইউপি সদস্য আবুল হোসেন তুষারের বাড়িতে এ ঘটনা ঘটে। জুয়েল রানা উপজেলার আষাঢ়িয়ার চর এলাকার বাসিন্দা।
দল পরিবর্তনের প্রসঙ্গে জানতে চাইলে জুয়েল রানা বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলের সমর্থক ছিলাম। এই বিশ্বকাপসহ দীর্ঘদিন দলের খেলোয়াড়রা ভালো খেলা বলতে যা বুঝায় তেমন খেলা দেখাতে পারছেন না। এক কথায় বলতে গেলে ব্রাজিল নান্দনিক ফুটবলের যেই ছন্দে সমর্থকদের মাতিয়ে রাখত, সেই ধারা থেকে তারা সরে গেছে। এছাড়া নেইমার এবার তেমন ভালো খেলতে পারেননি। এসব মিলিয়ে আমি ব্রাজিলের প্রতি আস্থা হারিয়ে ফেলেছি।
তিনি আরও বলেন, কোনো না কোনো দলকে তো সমর্থন করতেই হবে। এদিকে আমার কাছে আর্জেন্টিনার খেলা ভালো লেগেছে। এছাড়া এখানে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি আছেন। গত ম্যাচে তিনি চমৎকার খেলেছেন। তার খেলা আমার আগে থেকেই ভালো লাগতো। তাই সব মিলিয়ে আর্জেন্টিনার সমর্থক শিবিরে নাম লেখালাম। দল পরিবর্তনের আগে এলাকাবাসীর সামনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি খুলে আর্জেন্টিনার জার্সি পরেন জুয়েল রানা। পরে আর্জেন্টিনা সমর্থকরা তাকে নিয়ে আনন্দ মিছিল করে উল্লাসে মেতে ওঠেন।-ঢাকা পোস্ট
Leave a Reply