স্টাফ রিপোর্টার, নওগাঁ: মহাদেবপুর উপজেলায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের বেইলি ব্রিজ এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন তিনজন। শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মান্দা উপজেলার ভেবড়া গ্রামের রথিন চন্দ্র (৪০) এবং তার শিশু ছেলে রাধাকান্ত চন্দ্র (৬)। ঘটনায় গুরুতর আহত হয়েছেন রথিনের স্ত্রী পূজা রানী এবং অপর মোটরসাইকেল আরোহী ফাহিম হোসেন ও ফাহিম হোসেনের স্ত্রী আয়েশা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় নওগাঁ শহর থেকে রথিন ও তার স্ত্রী-সন্তান মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এই সময় রাজশাহীর দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাদের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রথিন ও শিশু ছেলে রাধাকান্তের।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে আমরা মৃতদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
Leave a Reply