স্টাফ রিপোর্টার, নওগাঁ : মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক দম্পতি নিহত হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) বেলা ১টার দিকে উপজেলার নওহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার মান্দা উপজেলার কুলিহার গ্রামের আব্দুল খালেকের ছেলে মো. শিমুল হোসেন (৩২) এবং তার স্ত্রী জিনিয়া খাতুন (২৪)।
মহাদেবপুর থানার ওসি গোলাম আজম জানান, শিমুল হোসেন ও জিনিয়া দম্পতি সকালে রাজশাহী থেকে প্রাইভেটকারযোগে নওগাঁয় আসছিলেন। এ সময় মাটিবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
Leave a Reply