স্টাফ রিপোর্টার, নওগাঁ: বদলগাছিতে গরু বোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (২৩) নামে এক তরুণ নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাতাজী-হাপানিয়া রোডের ভুবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল জেলার মহাদেবপুর উপজেলার সারতা এলাকার রুবেলের ছেলে।
বদলগাছি থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, মোটরসাইকেল আরোহীরা মহাদেবপুর থেকে মাতাজীর দিকে যাচ্ছিলেন। এ সময় অপর দিক থেকে আসা গরু বোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।
Leave a Reply