স্টাফ রিপোর্টার, নওগাঁ: বিজয়ের মাস গৌরবের মাস ডিসেম্বরে মুক্তিযুদ্ধের কবিতা ও একাত্তরের চিঠি পাঠ নিয়ে হৃদয়ে একাত্তর নামে এক ভিন্নধর্মী বিশেষ আয়োজন করেছে উচ্চারণ পাঠশালা নওগাঁ।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্যারিমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে “হৃদয়ে একাত্তর” অনুষ্ঠিত হয়।
উচ্চারণ পাঠশালা নওগাঁর পরিচালক তানিয়া খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ।
বিশেষ অতিথি ছিলেন আতাউল হক সিদ্দিকী ,বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, শরিফুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নওগাঁ সরকারি কলেজ,কায়েস উদ্দীন সভাপতি, নওগাঁ জেলা প্রেস ক্লাব, নওগাঁ। অ্যাড. ডি এম আব্দুল বারী সভাপতি একুশে পরিষদ নওগাঁ।
মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় “হৃদয়ে একাত্তর “। মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক সদ্য প্রয়াত একুশে পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরীকে অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়।
এরপর সকল শহীদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা। অনুষ্ঠানে বিশেষ অতিথিরা মুক্তিযুদ্ধের কথা স্মরণ করে আবেগঘন বক্তব্য দেন।
একুশে পরিষদের সভাপতি ডি এম আব্দুল বারী বলেন, উচ্চারণ পাঠশালা নওগাঁ শুদ্ধ উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি শৈলীর এক অন্য মাত্রা ছড়িয়ে দিচ্ছে শহরে। বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে লালন এবং ধারণ করবার যে প্রয়াস তা সত্যিই প্রশংসনীয়।
বিশেষ অতিথি বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আতাউল হক সিদ্দিকী মুক্তি যুদ্ধের স্মৃতি চারণ করে বলেন,
আমাদের বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতে হলে বেশি বেশি কবিতা পড়তে হবে, গল্প পড়তে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। উচ্চারণ পাঠশালা নওগাঁ’ সেই কাজটি সুচারুরূপে পরিচালনা করছেন। তার প্রমাণ এই “হৃদয়ে একাত্তর”।
তিনি আরও বলেন, শব্দ সৈনিক সদ্য প্রয়াত একুশে পদক প্রাপ্ত কবি আসাদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এক অপরিসীম আনন্দ বেদনার দোলাচালে দোল খেয়ে যায় । মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা, সাম্য -সামাজিক মর্যাদা ও মানবিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব এ সকল সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই। উচ্চারণ পাঠশালার এই মহৎ উদ্দেশ্য সফল হোক।
এরপর শুরু হয় “হৃদয়ে একাত্তর”র মূল পর্ব। শিশু মুক্তিযোদ্ধা দল, কিশোর মুক্তিযোদ্ধা দল, তরুণ মুক্তিযোদ্ধা দল ও নারী মুক্তিযোদ্ধা দল নামে উচ্চারণ পাঠশালা নওগাঁর শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ছড়া কবিতা ও একাত্তরের চিঠি পাঠের মধ্য দিয়ে তুলে ধরেন “হৃদয়ে একাত্তর”।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি পর্বে উপস্থিত থেকে একাত্তরের চিঠি পাঠ করেন নওরীন আখতার শারমিন, উপস্থাপক ও আবৃত্তি শিল্পী, স্বত্বাধিকারী, হাতে খড়ি নওগাঁ। অনুষ্ঠান শেষে অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উচ্চারণ পাঠশালা নওগাঁর শিক্ষার্থী আসমা সাদিকা আনিকা ।
Leave a Reply