স্টাফ রিপোর্টার, নওগাঁ: মহাদেবপুরে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মামুনুর রশীদকে (৪০) আটক করেছে র্যাব। মঙ্গলবার (৬ জুন) ভোরে শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মামুনুর রশীদ বগুড়ার আদমদিঘী থানার রথবাড়ী গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর থেকে ঘাতক ট্রাকচালক মামুনুর রশীদ পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিত্বে শহরের বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে জেলার মহাদেবপুর থানায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, সোমবার (৫ জুন) দুপুরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চকগৌরী হাট বাজারের পাশে বাগাচাড়া এলাকায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজন নিহত হন।
Leave a Reply