স্টাফ রিপোর্টার: সামাজিক বিচ্যুতি ও বিভিন্ন ধরনের অবক্ষয় রোধে রাজশাহী নগরীর পাঁচ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানে সোমবার বিকেলে মহিষবাথান উত্তরপাড়া চেতনা ৭১ অফিস প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কিশোর গ্যাং, সন্ত্রাস, মাদক, জুয়া, ইভটিজিং, সাইবার বুলিং ও প্রচলিত বাল্য বিয়ে ও যৌতুক প্রতিরোধের করনীয় বিষয়ে আলোচনা হয়। এতে রাজপাড়া থানা এলাকার টুলটুলিপাড়া, হড়গ্রামপূর্বপাড়া, মহিষবাথান, ভাটাপাড়া, রেললাইন পাড়ের বস্তিসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষ অংশগ্রহন করে।
আলোচনায় পুলিশ অফিসাররা সমাজে প্রতিনিয়ত ঘটে চলা অপরাধ সম্পর্কে আলোচনা করেন। এতে সমাজে ঘটে চলা ইভটিজিং, সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস এবং মাদকের ভয়াবহতা তুলে ধরেন। একই সঙ্গে সভায় উপস্থিত অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নবান এবং মাদক থেকে দুরে রাখার পরামর্শ দেন। এ সময় সভায় অংশগ্রহনকারীরাও পুলিশকে সহযোগিতার আশ্বাস দেন। পরে সভায় উপস্থিত বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মীরা রাজশাহী মেট্রােপলিটন পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের প্রসংশা করে সমাজ সচেতনতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় সভাপতির বক্তব্যে ৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. কামারুজ্জামান বলেন, সারাদেশের মত ৫নং ওয়ার্ডেও বিট পুলিশিং সেবা চালু করা হয়েছে। এতে জনগণ আরও দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হবে। এখন শুধু প্রয়োজন নাগরিকদের সচেতনতা এবং তাদের স্বতফূর্ত অংশগ্রহণ। পুলিশ এবং নাগরিক হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ৫নং ওয়ার্ডকে অনুকরনীয় ও মডেল ওয়ার্ড হিসাবে গড়ে তোলা সম্ভব। ফলে অপরাধ কমে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।
সভা সঞ্চালনা করেন বিট অফিসার এসআই মোঃ আব্দুল মতিন এবং এএসআই শ্রী প্রনবানন্দ সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালিয়া জোন অতিরিক্ত পুলিশ কমিশনার নুর আলম। বিশেষ অতিথি ছিলেন রাজপাড়া থানার ওসি এসএম সিদ্দিকুর রহমান, ওসি (তদন্ত) মোঃ মাইদুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর আয়েশা খাতুন নাদিরা, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি (ভারপ্রাপ্ত) আরমান আলী লাওসান, ৬নং বিট পুলিশিং সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল প্রমুখ।
Leave a Reply