স্টাফ রিপোর্টার: বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজশাহী কলেজে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় কলেজের ভূগোল বিভাগের সেমিনার রুমে এ কর্মসূচি পালিত হয়। এতে কলেজর ভূগোল বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। একই সঙ্গে নগরীর পরিবেশবাদী যুব সংগঠনের তরুণ-যুবারা এতে অংশনেয়। এ সময় পরিবেশের ওপর নদীর প্রভাব ও নদী রক্ষায় সচেতনতা বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী এ আলোচনা সভায় নদী দখল , দূষণে সচেতনতা মূলক আলোচনা করেন। এতে অংশ নেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা; আব্দুল খালেক ও নদী গবেষক মাহাবুব সিদ্দিকীসহ ভূগোল বিভাগের অন্যান্য শিক্ষকরা।
পরে শিক্ষার্থীরা নদী বিষয়ক কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে আয়োজকরা বলেন, পরিবেশ নদী ও নদীর গুরুত্ব অনুধাবন করাতে শিক্ষার্থীদের নিয়ে এ আয়ােজন করেছেন তরা। পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের আয়োজনে সোমবার নদী বিষয়ে সচেতনতায় একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
Leave a Reply