নাটোর: গুরুদাসপুরে হাসি খাতুন (১৪) ও খুশি খাতুন (১৪) নামে যমজ দুই বোন মান-অভিমানকে কেন্দ্র করে একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। এদের মধ্যে হাসি খাতুনের মৃত্যু হয়েছে। আর খুশি খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট সুজার মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। যমজ দুই বোন ওই এলাকার মোঃ ফারুক হোসেনের মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, হাসি ও খুশি যমজ ওই দুই বোন উপজেলার বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মঙ্গলবার সকাল ৯টার সময় নিজ বাড়িতেই হাসির সঙ্গে খুশির কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই বোনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে বেলা ১টার দিকে খুশির ওপর রাগ করে হাসি বাড়িতে থাকা কীটনাশক বিষপান করেন। বোন হাসি কীটনাশক পান করার পরে খুশিও কীটনাশক পান করেন। দুজনেই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের মধ্যে হাসির অবস্থা খারাপ হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, লোকমুখে খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
Leave a Reply