নাটোর: লালপুরে ইটবোঝই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে ওয়ালিয়া-দয়রামপুর সড়কের ফুলবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম সিংড়া উপজেলার কেতাবাড়ি গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহিম বলেন, শামীম ওয়ালিয়া থেকে মোটরসাইকেলযোগে দয়রামপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং গাড়িটি জব্দ করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
Leave a Reply