নাটোর: নলডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে আন্ত:জেলা চোর চক্রের হোতাসহ ৩ সদস্যকে গ্রেফতার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় । বৃহস্পতিবার রাতে উপজেলার বীরকুটশা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন মো. বাদল মৃধার ছেলে মো. রাজন মৃধা (২৪), মো. টুকু প্রামানিকের ছেলে মো. রুবেল (৩৮) এবং মো. ছানাউল মন্ডলের ছেলে মো. দেলোয়ার হোসেন (২২)। শুক্রবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
র্যাব জানায়, ৩ জানুয়ারি বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার হালতি বিল এলাকা থেকে মো. সৌদিয়া সাদিক রবিন (২০) নামের এক ভুক্তভোগীর সাদা-কালো রংয়ের একটি মোটরসাইকেল চুরি হয়। পরে ভুক্তভোগীর কাছে চোর চক্রের সদস্যরা বিভিন্ন ফোন নম্বর দিয়ে বিকাশে টাকা দাবি করেন। পরে ওই ভুক্তভোগী বিষয়টি নাটোর র্যাবকে জানান। পরে র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার খাজুরা ইউনিয়নের বীরকুটশা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে একটি চুরি হওয়া মোটরসাইকেল, ৩টি মোবাইল উদ্ধার করা হয়।
Leave a Reply