জাতীয় ডেস্কঃ রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত মো.রেজাউল করিমকে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে র্যাব-২ এর একটি দল।
বিষয়টি নিশ্চিত করে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-২ এর একটি দল। অভিযুক্ত রেজাউল করিমকে রাতেই ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply