বিচিত্র ডেস্ক: নিঃসঙ্গ ও একাকী তরুণ-তরুণীদের সামাজিক সম্পর্ক ও বন্ধনে ফিরে আসার ব্যাপারে উৎসাহী করে তুলতে তাদের প্রত্যেককে প্রতি মাসে সাড়ে ৬ লাখ ওউন বা ৫০০ ডলার করে ভাতা দেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ৫৩ হাজার ২৫০ টাকা।খবর ইয়াহৃ নিউজের।
শুক্রবার দেশটির লিঙ্গ সমতা ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় এক ঘোষণায় এ তথ্য জানিয়েছে। ঘোষণায় বলা হয়, অনিয়মিত জীবনযাপন ও যথাযথ পুষ্টিকর খাবার গ্রহণ না করায় একাকী ও নিঃসঙ্গ তরুণ-তরুনীরা সুস্বাস্থ্যে অধিকারী হতে পারছেন না।
শারীরিক স্বাস্থ্যগত নানা জটিলতা তাদের মনের ওপর প্রভাব ফেলছে; অনেকেই অবসাদগ্রস্ত হয়ে সামাজিক সম্পর্ক ও বন্ধনগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন।
‘সংকটে থাকা যুব সম্প্রদায়কে সমাজে ফিরে আসার ব্যাপারে উৎসাহী করতে তুলতে এই ভাতা প্রকল্প চালু করা হয়েছে।’
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার তরুণ ও যুব সম্প্রদায়ের ওপর একটি জরিপ চালিয়েছে দেশটির সরকার। সেই জরিপে দেখা গেছে, দেশটির ১৯ থেকে ৩৯ বছর বয়সী ৩ লাখ ৩৮ হাজারেরও বেশি নারী-পুরুষ ‘পুরোপুরি নিঃসঙ্গ’ জীবনযাপন করেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে কোনো প্রকার পারিবারিক, সামাজিক ও মানসিক বন্ধনে তারা নেই। শতকরা হিসেবে এই হার ৩ দশমিক ১।
এই নারী-পুরুষদের মধ্যে ৪০ শতাংশ তাদের কৈশরকাল থেকেই নিঃসঙ্গ। দীর্ঘদিন ধরে নিঃসঙ্গ জীবন-যাপন করতে থাকা এই তরুণ-তরুণীদের অনেকেই মানসিক অবসাদে ভুগছেন ও সামাজিক সম্পর্ক বা বন্ধনে ফিরে আসার ব্যাপারে সক্ষমতা হারিয়ে ফেলেছেন বলে উল্লেখ করা হয়েছে সরকারি গবেষণা প্রতিবেদনে।
Leave a Reply