1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

নিজের ক্ষত নিজেই সারাবে রোবট

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বিচিত্র ডেস্ক: স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সিলিকন ও পলিপ্রপিলিন গ্লাইকলের মিশ্রণে এক ধরনের কৃত্রিম চামড়া তৈরি করেছেন। রোবটের মতো সেনাসদস্য নির্মাণে এই পদ্ধতি ব্যবহার করা যাবে বলে দাবি তাদের। স্ট্যানফোর্ডের গবেষণা দলের সদস্য ক্রিস কুপার জানিয়েছেন, মানুষের শরীরে কোনো ক্ষত সুস্থ হতে সপ্তাহ লেগে যায়। এই রোবট কোনো সাহায্য ছাড়াই নিজের ক্ষত সারিয়ে তুলতে সক্ষম। খবর ডেইলি মেইলের।

অভিনব এই প্রযুক্তির মাধ্যমে এমন রোবট বানানো সম্ভব যা প্রয়োজনের ভিত্তিতে নিজের রূপও পরিবর্তন করতে পারবে। গবেষণা দলের পক্ষে এক ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে।

মঙ্গলবার ভিডিওতে দেখা গেছে, একটি রোবটের শরীরের ভাঙা অংশ টেবিলের ওপর রাখা রয়েছে। অল্প সময়ের মধ্যেই ওই অংশগুলো নিজে থেকেই সংযুক্ত হয়ে যায়। কার্যত একই দৃশ্যই দেখানো হয়েছিল টারমিনেটর সিনেমায়। গবেষকদের মতে, কৃত্রিম এই চামড়ার কোনো ক্ষতি হবে না। এ ছাড়াও এই চামড়ায় রয়েছে চুম্বক, এর ফলে কোনও কারণে ছিঁড়ে গেলেও ফের জোড়া লাগবে চামড়াগুলো। ঠিক যেমনটা দ্য টারমিনেটরে আর্নল্ড শোয়ার্জেনেগাগেরর সাইবর্গ চরিত্রে ব্যবহার করা হয়েছিল।

বিজ্ঞানীদের মতে, মানুষের চামড়ার মতোই কৃত্রিম চামড়াতেও অনেক স্তর রয়েছে। এই স্তরগুলো ক্ষত থেকে পুনরায় সুস্থ পর্যায়ে ফেরাতে সাহায্য করে। গবেষক ড. রুট বলেন- চামড়ার একটি স্তর চাপ, অন্যগুলো তাপ ও প্রসারণ অনুভব করতে পারবে। ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হলে ক্ষতবিক্ষত চামড়া ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় সুস্থ হয়ে উঠবে। তাপের সংস্পর্শে আসলে এই চামড়ার দুইটি পলিমার উপকরণ নরম হয়ে বিস্তৃত হতে থাকবে, ওই অংশ ঠান্ডা হলে তা জমাট বেঁধে আগের অবস্থায় ফিরে আসবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট