পঞ্চগড়: দেবীগঞ্জে কবরস্থান থেকে চুরি করা চার ব্যক্তির মাথার খুলিসহ কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার ভূল্লিপাড়া এলাকার রিয়াজুল ইসলামের (৪২) বাড়ি থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়। এসময় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রী কমল বানুকে (৩৮) আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সম্প্রতি বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন কবরস্থান থেকে একাধিক কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পুলিশ এ নিয়ে খোঁজ-খবর করছিল। বুধবার রাতে স্থানীয়দের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে রিয়াজুলের বাড়িতে দেবীগঞ্জ থানা পুলিশ ও পঞ্চগড় গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান চালানো হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির একটি ট্রাঙ্কের ভেতর কালো ব্যাগে চারটি মাথার খুলিসহ শরীরের বিভিন্ন অংশের হাড়গোড় পাওয়া যায়। তবে এসময় রিয়াজুল পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করে পুলিশ।
দেবীগঞ্জ থানার পুলিশ জানায়, কঙ্কাল উদ্ধারসহ এক নারীকে আটক করা হয়েছে।
Leave a Reply