দেশজুড়ে ডেস্কঃ পঞ্চগড়ের বোদায়তোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে অন্তত ১০ জন। রবিবার বেলা ৩টার দিকে উপজেলার আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, একই নৌকায় ৭০ থেকে ৮০ জন উঠেছিল। এরপরই নৌকাটি ডুবে যায়। শনিবার রাতে বৃষ্টি হওয়ায় নদীতে পানিও বেশি ছিল।
উদ্ধার হওয়া মরদেহের মধ্যে বোদা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং ঘটনাস্থলে ১৬ জনের মরদেহ রয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
বোদা থানার পুলিশ জানায়, করতোয়া নদীতে নৌকা ডুবে ২৩ জন মারা গেছে। মরদেহ আরও পাওয়া যেতে পারে।
Leave a Reply