স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে ব্যাংক কর্মকর্তার স্ত্রী মাঞ্জুরী তানভিরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা সালাউদ্দিন কাদের নিখোঁজ আছেন।শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সুলতানগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তাদের বাড়ি গোদাগাড়ী থানার সিমন্তপুর এলাকায়।
গোদাগাড়ী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়, উত্তরা ব্যাংকের কিশোরগঞ্জ শাখায় কর্মরত ওই ব্যাংক কর্মকর্তার বাড়ি গোদাগাড়ীতে। তারা আজকে পদ্মা নদীর ওপারে চরে পিকনিক করতে যায়। সেখানে তারা পদ্মা নদীতে গোসল করতে নামে।
এসময় তারা চারজন নিখোঁজ হয়। এ ঘটনায় তার দুই শিশুকে উদ্ধার করা গেলেও ঐ ব্যাংক কর্মকর্তাকে উদ্ধার করা যায়নি। পরে ফায়ার সার্ভিস ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে।
Leave a Reply