1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

পদ্মায় দুই দিনে ৩ যুবকের লাশ উদ্ধার

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৪১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে দুই দিনের ব্যবধানে পদ্মা নদী থেকে অজ্ঞাত তিন যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর পৃথক এলাকা কাজলা জাহাজঘাট ও বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকা সংলগ্ন পদ্মা নদী থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক এ তথ্য জানিয়েছেন।

এর আগের দিন বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে নগরীর হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা নদী থেকে ২৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
নগরীর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, শুক্রবার বিকেলে স্থানীয়রা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে নৌপুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। অর্ধগলিত অবস্থায় নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এরআগে বৃহস্পতিবার সকালেও এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, লাশ তিনটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে বয়স ২৫-৪০ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার হাইটেক পার্ক সংলগ্ন পদ্মা থেকে উদ্ধার হওয়া লাশের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট