স্টাফ রিপোর্টার: রাজশাহী মহাগরীর সাতবাড়িয়া এলাকায় পদ্মা নদী থেকে নিখোঁজ সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২২ জুলাই) বেলা আড়াাইটার দিকে ইউসুফপুর এলাকার সামনে থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান দল। সিয়াম সাতবাড়িয়া এলাকার শুকুর আলীর ছেলে।
উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ বলেন, বেলা আড়াইটার দিকে ইউসুফপুর এলাকা থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। বাকি আরেকজনকে খুঁজতে অভিযান অব্যাহত আছে।
এর আগে, শুক্রবার (২১ জুলাই) বিয়ে বাড়ীতে এসে অন্যদের সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে নেমে শিশু সিয়াম ও সাজিম নিখোঁজ হয়। অন্যরা ফিরে আসলেও তারা দুইজনই স্রোতের তলে পড়ে নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। প্রথমদিন কোন খোঁজ না মেলায় শনিবার (২২জুন) সকাল থেকেই দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরু দল।
Leave a Reply