স্টাফ রিপোর্টার, নওগাঁ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে পোরশায় উপজেলা আওয়ামী লীগ-সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনার ভিত্তিতে যে পদ্মা সেতু তৈরী এবং উদ্বোধনকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আনোয়ারুল ইসলাম সহযোগী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোল্লা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ মোঃ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলু হক শাহ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক, নিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিবসহ সর্বস্তরের নেতাকর্মী।
Leave a Reply