রংপুর: কাউনিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির কাটা পা উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ অক্টোবর) সকালে উপজেলার সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে কাটা পা উদ্ধার করা হয়। এটি কোনো পুরুষের দেহের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কাউনিয়া থানার পুলিশ জানায়, রবিবার সকালে সাহাবাজ গ্রামে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে চটের ব্যাগে থাকা পলিথিন ও কাপড় দিয়ে পেছানো অজ্ঞাত এক ব্যক্তির হাঁটু থেকে পাতা পর্যন্ত বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করা হয়।ধারণা করা হচ্ছে কোনো হাসপাতালে সার্জারির পর কাটা পায়ের অংশ স্বজনরা নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে ফেলে গেছেন। তবে প্রকৃত ঘটনা জানতে উদ্ধারকৃত পায়ের অংশের বিষয়ে দেশের সকল থানায় বার্তা পাঠানো হয়েছে।
Leave a Reply