1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৮:০৮ পূর্বাহ্ন

পলিথিনের বিকল্পে পাট ও কাপড়ের ব্যাগ, অত্যধিক দামে ক্রেতাদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৯ বার পড়া হয়েছে

সুপারশপগুলোতে ১ অক্টোবর থেকে পলিথিন রাখা ও ক্রেতাদের দেওয়া নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই উদ্যোগ কতদিনে কার্যকর হয় তা নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে। এ ছাড়া পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন কতটুকু হয়েছে এবং বিকল্প কী ব্যবহার করা হচ্ছে তা নিয়েও কৌতূহলী মানুষ। এর আগে কয়েক দফা পলিথিন বন্ধের ঘোষণা দেওয়া হলেও বিভিন্ন জটিলতায় তা আর বাস্তবায়ন হয়নি।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজার ও মিরপুরের কয়েকটি সুপারশপ ঘুরে দেখা গেছে, ক্রেতারা বাজার করার পর প্রয়োজনমতো ব্যাগ সেখান থেকে কিনছেন। পলিথিনের বিকল্প হিসেবে কাগজের ঠোঙা, পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। সাত দিন পার হলেও সুপারশপগুলোতে পলিথিন নিষিদ্ধ শতভাগ বাস্তবায়ন হয়নি। মাছ-মাংস বহনে এখনও ব্যবহার করা হচ্ছে পলিথিনের ব্যাগ। এ ছাড়া অবাধে চলছে প্লাস্টিকের বস্তার ব্যবহারও।

বিক্রেতারা বলছেন, ফ্রিজিং করা মাছ ও মাংস বহনের জন্য আমরা আপাতত পলিথিন ব্যবহার করছি। তবে বিকল্প হিসেবে কোয়ালিটিফুল ব্যাগ পেলে আমরা সেটিই ব্যবহার করব। অন্যদিকে পলিথিন নিষিদ্ধের বিষয়টি ক্রেতা ও বিক্রেতারা ইতিবাচক হিসেবে নিয়েছেন। তবে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোরভাবে আইন প্রয়োগের কথা বলেছেন সংশ্লিষ্টরা।

সুপারশপগুলোতে ঘুরে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ ক্রেতা ব্যাগ ছাড়াই বাজার করতে এসেছেন। ক্রেতাদের অধিকাংশই সাধারণত অফিস বা প্রয়োজনীয় কাজ শেষে বাসায় ফেরার পথে বাজার করে থাকেন। প্রায় প্রতিটি সুপারশপেই পলিথিনের বদলে পাট ও কাগজের ব্যাগ ব্যবহার করা হচ্ছে। তবে এর জন্য ক্রেতাদের গুনতে হয় বাড়তি টাকা। ব্যাগের রকমভেদে দামেও ভিন্নতা রয়েছে।

সুপারশপগুলোতে মানভেদে বিভিন্ন দামে বিক্রি হয় পাট ও কাপড়ের ব্যাগ। মিরপুর-১৩ প্রিন্স বাজার সুপারশপে দেখা গেছে, ক্রেতাদের জন্য পাটের ব্যাগ রাখা হয়েছে চার ক্যাটাগরিতে। আকারভেদে সবচেয়ে ছোট আকারের ব্যাগের দাম ৬ টাকা, তার চেয়ে একটু বড় আকারের ব্যাগ ৮ টাকা, মাঝারি আকারের ব্যাগ ১২ টাকা ও বড় আকারের ব্যাগের দাম ১৬ টাকা।

অন্যদিকে মিরপুর-১০-এ স্বপ্ন সুপারশপে শুধু পাটের ব্যাগ ১১ টাকা, পাট ও সুতার ব্যাগ ছোট ১১ টাকা, পাট ও সুতার ব্যাগ একটু বড় ১২ টাকা, পাট ও সুতার ব্যাগ ১৪ টাকা, কাপড় ও পাটের ব্যাগ ৬ টাকা, কাপড় ও পাটের ব্যাগ ৮ টাকা ও কাপড় ও পাটের ব্যাগ ১১ টাকায় পাওয়া যায়। ব্যাগের বাড়তি দাম রাখায় কিছু ক্রেতা ক্ষোভও প্রকাশ করেন। তবে পলিথিন বন্ধের পর ‘কাগজের ঠোঙা’ ব্যবহার বেড়েছে অধিকহারে। যত দিন যাচ্ছে ক্রেতারা ততই বিষয়টিতে অভ্যস্ত হবেন বলে আশা করা হচ্ছে। নাম প্রকাশ না করে এক ক্রেতা বলেন, ব্যাগের দাম আলাদাভাবে নেওয়া হবে জেনে বাসা থেকে ব্যাগ নিয়ে এসেছি।

সুপারশপগুলোতে যে মানের ব্যাগ পাওয়া হয় সেগুলো একবার ব্যবহারের পর দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ থাকে না। সে ক্ষেত্রে ব্যাগগুলো আরও কোয়ালিটিফুল হওয়া দরকার। ক্রেতারা যাতে একই ব্যাগ একাধিকবার ব্যবহার করতে পারেন সে জন্য ব্যাগের মান উন্নত ও টেকসই হওয়া দরকার। তিনি আরও বলেন, পলিথিন ব্যবহার নিষিদ্ধে আমাদের আরও প্রচার, সচেতনতা ও সতর্কতা জরুরি।

বিশেষ করে বাজারে মাছ ও মাংস বহনে যেসব পলিথিন দেওয়া হয় সেগুলো যেন দ্বিতীয়বার ব্যবহার না করা হয় সে জন্য আমাদের সজাগ থাকতে হবে।

আরেক ক্রেতা বলেন, পলিথিন নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ার আগে ভোক্তাদের কথা বিবেচনা করা উচিত ছিল। অথবা সুপারশপগুলোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পলিথিনের বিকল্প রাখার ব্যবস্থা করা উচিত ছিল। বিকল্প হিসেবে কিছু রাখলে ক্রেতারা এই সিদ্ধান্ত বাস্তবায়নে আরও উৎসাহী হতেন।

মিরপুর-১৩-এর প্রিন্স বাজার সুপারশপের ফ্লোর ইনচার্জ মো. সজিব হোসাইন বলেন, পলিথিনের বদলে বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতারা ইতিবাচক হিসেবে নিয়েছেন। প্রতিদিনই উল্লেখযোগ্য হারে পাটের ব্যাগ বিক্রি হয়। যদিও কিছু ক্রেতা দাম ধরা নিয়ে নারাজ। তবে আমাদের কিছু করার নেই। যেহেতু পাটের ব্যাগ তৈরিতে আলাদা খরচের একটা ব্যাপার আছে।

রাজধানীর মিরপুর-১০-এ স্বপ্ন সুপারশপে বাজার করতে এসেছিলেন খাদিজা খাতুন (৩৮)। বাজার শেষে বিল পরিশোধ করতে গিয়ে কিছুটা যেন হোঁচট খান তিনি। বাজারের তালিকা শেষ করে ব্যাগের দাম নির্ধারণ করা হয়েছে তা তিনি জানতেন না। কেননা আগে যে ব্যাগ দেওয়া হতো তার দাম নেওয়া হতো না। পরে এক পর্যায়ে অতিরিক্ত দাম লাগবে জেনে ব্যাগ না নিয়ে নিজস্ব ব্যাগে বাজার নিয়ে বের হন খাদিজা। এ তথ্য গণমাধ্যমে নিজেই জানিয়েছেন খাদিজা। তিনি বলেন, ব্যাগের দাম বাড়তি লাগবে জানলে বাসা থেকে আলাদা ব্যাগ নিয়ে বের হতাম। রকমভেদে সুপারশপগুলো যে দাম নির্ধারণ করেছে তা অত্যধিক।

মিরপুর-১০-এর স্বপ্ন সুপারশপের ইনভেন্টরি অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসার মো. হাবিবুর রহমান বলেন, শুরু থেকে আমরা পলিথিনের বিকল্প হিসেবে টিস্যু বা কাপড়ের ব্যাগ ব্যবহার করে আসছি। তবে পাটের ব্যাগ ব্যবহার মানিয়ে নিতে আপাতত সময় লাগবে।

সুপারশপে মাছ ও মাংস বহনে এখনও পলিথিন ব্যবহার করা হয় কেন-জানতে চাইলে তিনি বলেন, এখনও কোয়ালিটিফুল ব্যাগ পলিথিনের বিকল্প হিসেবে পাওয়া যায়নি। ফলে নিরুপায় হয়ে আমরা পলিথিন ব্যবহার করি। এ ছাড়া সুপারশপে প্লাস্টিকের বস্তা থাকার কথাও স্বীকার করেন তিনি।

অন্যদিকে আগামী ১ নভেম্বর থেকে পলিথিনের শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযানের জন্য পরিবেশ অধিদফতর, ভোক্তা অধিদফতর, খাদ্য অধিদফতর ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট মিলে একটি টিম গঠন করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ।

সম্প্রতি রাজধানীর শান্তিনগর বাজার কমিটি ও ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সচিব বলেন, জনগণের সহযোগিতায় সরকার পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করবে। পলিথিন শপিং ব্যাগ পুরোপুরি বন্ধ করতে হলে ক্রেতা ও বিক্রেতাদের পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট