1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

পাঁচ প্রকল্পে ১০২ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: জনস্বাস্থ্য যোগাযোগ প্রযুক্তিসহ কয়েকটি খাতের উন্নয়নে পাঁচ প্রকল্পে ১০২৬ মিলিয়ন ডলার বা ১০২ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। বর্তমান বিনিময় হার অনুযায়ী স্থানীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা।

প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- আবাসিক গ্রাহকদের জন্য সাড়ে ৬ লাখ স্মার্ট প্রি–পেইড মিটার স্থাপন। এ প্রকল্পে ঋণ ২০ কোটি ডলার। প্রাথমিকভাবে ঢাকা এবং নারায়ণগঞ্জে এর কাজ চলবে। গোপালগঞ্জে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির টিকা উৎপাদন কারখানা প্রতিষ্ঠা। এ প্রকল্পে ঋণ ৩৩ কোটি ৬৫ লাখ ডলার। দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক সহযোগিতা কর্মসূচির (সাসেক) অধীনে ঢাকা থেকে উত্তরাঞ্চলে আধুনিক মহাসড়ক নির্মাণ। এতে ঋণ ৩০ কোটি ডলার। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও যশোর ইউিনভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার ও আইটি শিক্ষার প্রকল্প। এ প্রকল্পে ঋণ ১০ কোটি ডলার। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে পানি ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন প্রকল্প। এতে এডিবি ঋণ দিচ্ছে ৯ কোটি ডলার।

মঙ্গলবার (২৮ নভেম্বর) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে এই ঋণ চুক্তি সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে নিজ নিজ পক্ষে সই করেন।

ঋণচুক্তি সই অনুষ্ঠানে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং বলেন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের (জিএভিআই) মাধ্যমে সরবরাহকৃত ভর্তুকিযুক্ত ভ্যাকসিন দ্বারা সমর্থিত টিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে স্নাতক হওয়ায়, (জিএভিআই) থেকে ভ্যাকসিনের সরবরাহ পর্যায়ক্রমে বন্ধ করা হবে।

তিনি বলেন, এই প্রকল্পটি দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য প্রাণবন্ত ইকোসিস্টেম তৈরি করতে সাহায্য করবে। এছাড়া, মধ্য মেয়াদে টেকসই সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতের মহামারিগুলোকে আরও ভালোভাবে মোকাবিলা করার জন্য বাংলাদেশের সক্ষমতা তৈরি করবে।

সূত্র জানাচ্ছে, এডিবি বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর হতে এডিবি অর্থনীতির অগ্রাধিকারভুক্ত বিভিন্ন খাতসমূহে ধারাবাহিকভাবে আর্থিক সহায়তা পেয়ে আসছে। এডিবি এ যাবৎ বাংলাদেশ সরকারকে ৩ হাজার ৯১ কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা ও ৫৭ কোটি মার্কিন ডলারের অনুদান সহায়তা প্রদান করেছে। বাংলাদেশে উন্নয়ন সহায়তার ক্ষেত্রে এডিবি সাধারণত বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন, শিক্ষা, স্থানীয় সরকার, কৃষি, পানিসম্পদ ও সুশাসনকে প্রাধান্য দেয়।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট