1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

পাকিস্তানকে ৭১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৬৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: থাইল্যান্ডের বিপক্ষে যে ছন্দে খেলেছিল বাংলাদেশ, পাকিস্তান ম্যাচেই যেন কেটে যাচ্ছে তা। টস হেরে ব্যাট করতে নেমে ব্যর্থ স্বাগতিকরা। ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট খুইয়ে মোটে ৭০ রান তুলতে পেরেছেন নিগার সুলতানারা। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৭১ রানের।

আজ সোমবার সিলেটে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। টস ভাগ্যটা সঙ্গ দেয়নি অধিনায়ক নিগার সুলতানাকে। টসে হারে স্বাগতিকরা, পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। তবে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম ওভারেই ডায়ানা বেগের শিকার হয়ে ফেরেন আগের ম্যাচে ঝোড়ো ৪৯ করা শামিমা সুলতানা। এরপরের দুই ওভারে নেই আরও দুই উইকেট। ৩ রানে তিন উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।

এ অবস্থায় দলের হাল ধরেন নিগার আর লতা মণ্ডল। তবে ১২ রান করে লতাও ফেরেন দল দলীয় ২৭ রানে। এরপর সাবেক অধিনায়ক সালমা খাতুনের সঙ্গে জুটি গড়েন নিগার। তবে দলীয় ৪২ রানে তিনিও ফেরেন নিদা দারের শিকার হয়ে। এরপর বাংলাদেশের রানটা ৭০ পর্যন্ত গিয়েছে সালমার কল্যাণে। সঙ্গীদের আসা-যাওয়ার মিছিলেও তার ২৯ বলে অপরাজিত ২৪ রানের ইনিংসে ২০ ওভার শেষ করতে সক্ষম হয় বাংলাদেশ। ডায়ানা বেগ ও নিদা দার পাকিস্তানের হয়ে ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহেল।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট