1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

পাগলা হাতির আক্রমণে ২ জনের মৃত্যু

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ৭৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীর তানোর ও চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পাগলা হাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ নভেম্বর) বিকেলে তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া মোড়ে ও নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর মোড়ে ২টি পাগলা হাতির আক্রমণে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতরা হলেন তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের জুমার পাড়া গ্রামের রামপদ (৪০) এবং নাচোল উপজেলার আমনুরা লক্ষীপুর গ্রামের বুলবুল ইসলামের ছেলে মোবাশির ইসলাম (১৩)।

জানা গেছে, তানোর মুন্ডুমালা হয়ে আমনুরার উদ্দেশ্য একটি হাতি নিয়ে মাহুত রাস্তায় গাড়ি থামিয়ে টাকা তুলতে তুলতে যাচ্ছিলেন। এসময় রাস্তার পাশে হাতি দেখতে অনেক মানুষ হাতির পিছনে পিছনে যাচ্ছিলেন। এতে করে হাতি অনেক মানুষ দেখে ক্ষীপ্ত হয়ে উঠে। ধীরে ধীরে আরো ভয়ংকর হয়ে উঠে হাতিটি। শুরু করেন ভয়ংকর আওয়াজ। তার পরেও হাতি দেখতে পিছু ছাড়ে না মানুষ।

এতে করে হাতি দেখতে দেখতে জুমার পাড়া গ্রামের রামপদ হাতির কাছে চলে যান। এসময় হাতি রেগে গিয়ে বিকট শব্দে আওয়াজ করে দু’পা তুলে রামপদ’র বুকে পা তুলে দেয় পাগলা হাতিটি। এতে করেই ঘটনাস্থলেই মারা যান রামপদ।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম জানান, এবিষয়ে এখনো কোন সীদ্ধান্ত নেয়া হয়নি, উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট