রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আলিফ হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফ বেলপুকুর ভোকেশনাল স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে বেলপুকুর চেকপোস্ট আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, সোমবার বিকেলে নগরীর উপকণ্ঠ বেলপকুর থানাধিন বিজিবি চেকপোস্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আলিফ হোসেন। পরে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply