নাটোর: গুরুদাসপুরে জনাব আলী (৬০) নামের এক কৃষকের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। রবিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর মোল্লা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই বৃদ্ধকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরপুর মোল্লা পাড়া মহল্লার প্রবাসী জাকির হোসেন গেদনের বাড়িতে দীর্ঘদিন কাজ করতো কৃষক জনাব আলী। রোববার সকাল আনুমানিক ১০টার দিকে হঠাৎ প্রবাসীর স্ত্রী নাছিমা বেগম (৫০) চিৎকার করতে থাকে।
প্রতিবেশীরা গিয়ে দেখেন বাড়িতে ওই কৃষক এবং প্রবাসীর স্ত্রী মাটিতে পড়ে আছে। পরে রক্তাক্ত অবস্থায় কৃষক জনাব আলীকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়।
গুরুদাসপুর থানার পুলিশ জানায়, এ সংক্রান্ত কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
Leave a Reply