জাতীয় ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবারে সাক্ষাৎ করেছেন কৃষক, শ্রমিক, জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। শুক্রবার সন্ধ্যায় তিনি পরিবারের সদস্যদের নিয়ে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। খবর বিডিনিউজের।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি সৌজন্য সাক্ষাৎ ছিল। তারা কুশলাদি বিনিময় এবং পরস্পরের স্বাস্থ্যের খোঁজখবর নেন। এসময় কাদের সিদ্দিকীর সঙ্গে তার সহধর্মিনী বেগম নাসরিন এবং তাদের দুই কন্যা উপস্থিত ছিলেন।
বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী এক সময় আওয়ামী লীগে ছিলেন। ১৯৯৬ সালে নৌকা প্রতীকে সংসদ সদস্যও নির্বাচিত হন বঙ্গবীর উপাধি পাওয়া এই মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর সান্নিধ্য পাওয়া এ রাজনীতিবিদ দুই দশক আগে আওয়ামী লীগ ছেড়ে নতুন দল কৃষক, শ্রমিক, জনতা লীগ গঠন করেন।
Leave a Reply