স্টাফ রিপোর্টা, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে প্রেমিকাকে সঙ্গে নিয়ে হেরোইন সেবনের ঘটনায় রনি (২০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাচন অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয় । মোহনপুর থানার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রনি উপজেলার বাকশিমইল এলাকার আব্দুল হান্নানের ছেলে। এছাড়া মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নানের ভাতিজা।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রেমিকার সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন রনি। এক পর্যায়ে হেরোইন সেবন করতে শুরু করেন তিনি। স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হেরোইন সেবনরত অবস্থায় তাকে গ্রেপ্তার করে।
Leave a Reply