1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১০:২৪ অপরাহ্ন

প্রেমিকের বয়স ৮৫, প্রেমিকার ৮০!

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২২৬ বার পড়া হয়েছে

বিচিত্র ডেস্ক : প্রেমিকের নাম রে, বয়স ৮৫। অন্যদিকে, প্রেমিকার বয়স ৮০, তার নাম জেনিফার। এই বয়সেও প্রথম দেখাতেই অপরের প্রেমে পড়ে গেছেন তারা। জীবনের বাকি সময়টা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। আসলে বয়স একটি সংখ্যামাত্র। প্রেমের সঙ্গে এর কোনও লেনদেন নেই। জেনিফার ও রে-এর গল্প সেই কথাই বলে।

বিগত ১৮ বছর ধরে সিঙ্গেল ৮০ বছরের জেনিফার। এর আগে দু’বার বিয়ে করেছিলেন, কিন্তু সেগুলো টেকেনি। তবে এই বয়সে এসেও একজন সঙ্গীর খোঁজ করছিলেন তিনি। অনেক পুরুষের সঙ্গেই আলাপ হয়েছে তার। কাউকেই তেমন মনে ধরেনি। অবশেষে জেনিফার খুঁজে পেলেন মনের মানুষ, ৮৫ বছরের রে-কে।

‘ব্লাইন্ড ডেট’-এ গিয়ে রে-এর সঙ্গে আলাপ হয় জেনিফারের। তার বয়স সম্পর্কে একটা ধারণা থাকলেও তিনি দেখতে কেমন সে সম্পর্কে কোনও ধারণাই ছিল না জেনিফারের। প্রথম দেখাতেই জেনিফার রে-এর প্রেমে পড়ে যান। তার পোশাক, তার কথা বলার ধরন— সব কিছুই মনে ধরে জেনিফারের।

অন্যদিকে, প্রায় আট বছর আগে রে-এর স্ত্রী মারা গেছেন। ‘ব্লাইন্ড ডেট’-এ গিয়ে বন্ধু বানাতে বেশ ভালই লাগে তার। এরই মধ্যে প্রচুর বন্ধুও হয়েছে তার, তবে কাউকেই এতদিন সেভাবে মনে ধরেনি। প্রথম দেখায় জেনিফারকে দেখে তার মনেই হয়নি তার বয়স ৮০। প্রথম দেখাতেই মনে ধরে জেনিফারকে। তার সঙ্গে কথা বলে আরও মুগ্ধ হন রে। প্রথম ডেটেই সিদ্ধান্ত নেন, বাকি জীবনটা এক সঙ্গে কাটাবেন তারা।-ডেইলি মেইল

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট