স্পোর্টস ডেস্ক: দীর্ঘ দুই যুগ পেশাদারি ফুটবল খেলার পর, অবশেষে ইব্রাহিমোভিচ যুগের সমাপ্তি হলো। রবিবার (৪ জুন) ভেরোনার বিপক্ষে ম্যাচ শেষে সুইডিশ তারকা ইব্রাহিমোভিচ নিজেই ফুটবল থেকে অবসরের কথা জানান।
ভেরোনার বিপক্ষে ম্যাচর আগে এসি মিলান নিশ্চিত করে ইব্রাহিমোভিচ চলতি মৌসুম শেষে এসি মিলান ছাড়তে যাচ্ছেন। যে কারণে ম্যাচে তাকে সম্মান জানানো হয়। পুরো স্টেডিয়াম জুড়ে দর্শকেরা তাকে সমর্থন জানাতে ব্যানার নিয়ে আসে। সেখানে লেখা ছিল। ‘গুড বাই’।
মিলানের হয়ে শেষ ম্যাচে নিজের অবসরের কথা জানিয়ে ইব্রাহিমোভিচ বলেন, প্রথমবার যখন আমি মিলানে এসেছিলাম, তখন আপনারা আমাকে আনন্দ দিয়েছিলেন। দ্বিতীয়বার আপনারা আমাকে ভালোবাসা দিয়েছেন। আমার হৃদয় থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আপনারা আমাকে স্বাগত জানিয়েছেন আপনারা আমাকে বরণ করেছেন। আমি পুরোটাই মিলানের ভক্ত হয়ে থাকব। এখন ফুটবলকে বিদায় জানানোর সময়, আপনাদের নয়।
তার দুই যুগের ফুটবল ক্যারিয়ারে খেলেছেন নয়টি ক্লাবের হয়ে। ১৯৯৯ সালে মালমো এফসির হয়ে সিনিয়র ফুটবলে যাত্রা শুরু হয় এই সুইডিশ তারকার। এরপর আয়াক্স, ল্যুভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড ও লস অ্যাঞ্জেল গ্যালাক্সির হয়ে খেলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ৪০৫ গোল করেছেন জলাতান ইব্রাহিমোভিচ।
এদিকে ২০১১ সালে মিলানকে লিগ শিরোপা উপহার দেওয়া ইব্রাহিমোভিচ দ্বিতীয় মেয়াদে ফিরে আসেন ২০১৯ সালে। গেল মৌসুমে ক্লাবকে আরেকবার লিগ জেতান তিনি। কিন্তু এ মৌসুমে নিজের ছায়া হয়ে থেকেছেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। ইনজুরির কারণে তেমন মাঠেই নামতে পারেননি তিনি। যার কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ মৌসুমে মাত্র ১৪৪ মিনিট খেলেছেন ইব্রাহিমোভিচ। সিরি আয় সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি তার দখলে। গত মার্চে উদিনেসের বিপক্ষে পেয়েছিলেন সেই গোল।
Leave a Reply