1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন

ফ্যানের সঙ্গে ঝুলছিল অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যর লাশ

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মে, ২০২৩
  • ৫৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অবসরপ্রাপ্ত আমিরুল ইসলাম (৬৫) নামে এক বিজিবি সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ মে) সন্ধ্যায় মহানগরীর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আমিরুলের লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম।

ওসি জানান, দুপুরের খাবারের পরে আমিরুল তার ঘরে ঘুমাতে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তার ঘরের দরজায় নক করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরেও তিনি সাড়াশব্দ করেননি। এরপর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় আমিরুলের লাশ দেখতে পায়।

তবে এলাকাবাসী বলছেন, সম্প্রতি দুই কোটি টাকা মূল্যের একটি জমি আমিরুল তার ছেলে এবং স্ত্রীকে রেজিস্ট্রি করে দেন। এরপর আমিরুল ওই জমিটি তার ছেলে এবং স্ত্রীর কাছে ফেরত চান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল। এ কারণে আমিরুলের মৃত্যুটি তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে।

এ ব্যাপারে আমিরুলের ছেলে ফিরোজ আহমেদ বকুল বলেন, আমার বাবার সঙ্গে একসঙ্গে মসজিদে জোহরের নামাজ পড়েছি। এরপরে একসঙ্গে খেয়েছি। খাওয়ার পরে বাবা তার ঘরে ঘুমাতে যান। আমাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন সেটি বলতে পারছি না।

এদিকে ওসি আরও জানিয়েছেন, আমিরুলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বোঝা যাবে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট