বগুড়া: চুরি করতে গিয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে রাশেদুল ইসলাম রয়েল (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
রাশেদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় রাশেদুলের আরেক সহযোগী লাল মিয়া (৩৮) আহত হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী গ্রামের মকবুল মিয়ার ছেলে। লাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পুলিশ হেফাজতে নিয়েছে।
সদর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়,শিকারপুর উত্তরপাড়া গ্রামের হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন বাড়িতে থাকা লোহার রড চুরি করতে যান রাশেদুল ইসলাম ও লাল মিয়া। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল ভয়ে চতুর্থ তলায় উঠেন। সেখানে গিয়ে পা ফসকে তিনি নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।-জাগো নিউজ
Leave a Reply