বগুড়া: শহরের নিশিন্দারা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মতিউর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শহরের নিশিন্দারা এলাকার এক তেলের পাম্পের পাশে এ ঘটনা ঘটে।
নিহত মতিউর রহমান সদর উপজেলার কালিবালা গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি শহরের গোদারপাড়া এলাকার বি.জি ল্যাবরেটরিজে কর্মরত ছিলেন।
সদর থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে মতিউর বাড়ি থেকে গোদারপাড়া অফিসে যাচ্ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা মতিউরকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে সকাল পৌনে ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply