গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী জেলা যুবলীগের নব নির্বাচিত কমিটি। মঙ্গলবার (২৫ জুন) দুপুরে টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন যুবলীগের নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সহ-সভাপতি আরিফুল ইসলাম রাজা, সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, সদস্য মুক্তার হোসেন, যুবলীগ নেতা শিহাব চৌধুরী, রাজশাহী জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ইউনিটের সহ-সভাপতি শরিফ উদ্দীন তুহিন।
এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কল্লোল মোল্লা, দোয়েলসহ আরও অনেকে।
এসময় পুষ্পস্তবক অর্পণ শেষে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করেন যুবলীগের নেতাকর্মী।
এর আগে ২০ জুন মাহমুদ হাসান ফয়সল সজলকে সভাপতি এবং ইয়াসির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে রাজশাহী জেলা যুবলীগের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
Leave a Reply