স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মহাফিল ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
জেলা শাখার সভাপতি মোঃ সানোয়ার হোসেন শিমুলের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মহাফিলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মো: আবু সালেহ্, সাধারণ সম্পাদক মো: আলী আজম সেন্টু, সাংগঠনিক সম্পাদক মো: সামাউন ইসলাম, রাজপাড়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: নাসির উদ্দিন রুবেল, রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো: মোস্তাফিজুর রহমান সাগর। এছাড়া এসময় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলা শাখার সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৬ সালের ২৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগ চত্বরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হয়।
Leave a Reply