স্টাফ রিপোর্টার: পর পর দুই ম্যাচে হারার পর অবশেষে জয় পেল তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া রাইমা রেঞ্জর্স এবং মুক্তি সংঘকে হারিয়ে টানা তিন খেলায় জয় পেল শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ। লীগের গুরুত্বপূর্ণ দুইটি খেলার ১ম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ফাইটার রাজশাহীকে ৮ উইকেটে পরাজিত করে টুর্ণামেন্টে টিকে থাকার আশার আলো জাগিয়ে রাখলো রাইমা রেঞ্জার্স এবং মুক্তি সংঘকে ১২ রানে হারায় এসএস আলম স্মৃতি সংঘ।
মঙ্গলবার(১৪ জুন) শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে বিভাগীয় ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত খেলায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ফাইটার রাজশাহীর অধিনায়ক সুজন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ফাইটার। দলের পক্ষে মেহদী ২০ বলে অপরাজিত ৬০ ও প্রীতম ২৭ বলে ৩৮ এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়া নাসির হোসেন ১৬ বলে ২১ রান করেন।
১৮৭ রানের বড় টার্গেটে ব্যাট করতে এসে পাওয়ার প্লে প্রথম ৪ ওভারেই ফাইটার রাজশাহী‘র বোলারদের উপর চওরা হয় রাইমা রেঞ্জার্সের দুই উদ্বোধনী ব্যাটার সোহান ও রমজান। ৫ ওভারের বিনা উইকেটে তুলেনেয় ৮২ রান। রমজান ব্যাক্তিগত ৯ রানে রানআউট হলেও থেমে থাকেনি সোহনের ব্যাট, তিনি ২০ বলে ৬৮ রান করে আউট হন। খেলার ৮ম ওভারের মধ্যে তিন তিনটি উইকেট হারিয়ে কিছুটা চাপে পরে দলের হাল ধরেন রাইমা রেঞ্জার্স‘র অধিনায়ক মিজান। অবশেষে ১৮.৫ ওভারের জয়ের লক্ষে পৌছে যায় রাইমা রেঞ্জার্স। অধিনায়ক মিজানের ব্যাট থেকে ৩৮ বলে অপরাজিত ৫৮ রান।
দিনের অপর খেলায় টস জিতে প্রথমে ফিন্ডিং করার সিদ্ধান্ত নেন মুক্তি সংঘের অধিনায়ক মুক্তির আলী। নির্ধারিত ২০ ওভারে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ ৭ উইকেট হারিয়ে ১৩৬ রান করেন।
১৩৭ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে মুক্তার আলী। ফলে টানা তিন খেলায় জিতে ৬ পয়েন্ট নিয়ে নেশন টেক ও মুক্তি সংঘ‘র শীর্ষ অবস্থান করছে শহীদ শামসুল আলম স্মৃতি সংঘ।
Leave a Reply