রেনেসাঁস নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোতে ৩ নং সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আর যে বৃষ্টি হচ্ছে, তা আরও কয়েকদিন চলবে বলেই আভাস মিলেছে।পূর্ণিমার মধ্যে উপকূলীয় এলাকায় বায়ুচাপের আধিক্যে জোয়ারের পানি কয়েক ফুট বেড়ে দ্বীপ, চরাঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কাও দেখা দিয়েছে।
ভারতের ওড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকার অদুরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ কেটে যাওয়ার তিন দিন পর আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়। সেটি নিম্নচাপে রূপ নিয়ে রবিবার ভারতের ওড়িষা উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান নেয়।
এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ খান।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন বলেন, এটি আরও উত্তর-পশ্চিমে অগ্রসর হতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
তিনি জানান, পূর্ণিমা ও বায়ুচাপের আধিক্যের প্রভাবে উপকূলের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সংশ্লিষ্ট দ্বীপ ও চরের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে চার ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেয়া হয়েছে।
এদিকে নিম্নচাপের পাশাপাশি পূর্ণিমার প্রভাবে স্বাভাবিক সময়ের চেয়ে সাগরের পানি দুই থেকে চার ফুটের বেশি উচ্চতায় প্রবাহিত হয়ে সৈকতে আছড়ে পড়ছে। কক্সবাজার সৈকতের ডায়াবেটিক থেকে কলাতলী মেরিন ড্রাইভ সড়ক পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্ট ভাঙনের কবলে পড়েছে।
আপাতত ভাঙনরোধে বালি ভর্তি জিও ব্যাগ দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সৈকতের ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে বলে পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।
গত দুয়েক দিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আগামী দুই-একদিন বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বলে জানান আবহাওয়াবিদ তরিফুল ।
সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকাসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হতে পারে।
দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃ্ষ্টিপাত রেকর্ড করা হয়েছে বরিশাল ও পটুয়াখালীতে ৭৭ মিলিমিটার। এসময় ঢাকায় ৩১ মিলিমিটার বৃষ্টি হয়। সূত্র: বিডিনিউজ
Leave a Reply