বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে স্থানীয় সাংবাদিকদের নিয়ে মহিলাজনিত ফিস্টুলা রোগবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে দিনাজপুর জেলার পার্বতীপুরের এনজিও সংস্থা ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেকেক্টের বাস্তবায়নে সভা অনুষ্ঠিত হয়।
উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মহিলাদের প্রসব কালিন জটিলতায় ফিস্টুলা রোগ ও তার ফ্রি চিকিৎসা সম্পর্কে অবহিত করেন সংস্থার টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন ও তোজাম্মেল হক।
তারা জানান, মহিলাদের ফিস্টুলা রোগ দেখা দিলে তার ফ্রি চিকিৎসা উত্তরবঙ্গে দিনাজপুর জেলার পার্বতীপুর ল্যাম্ব মিশন হাসপাতালে রয়েছে।
সভায় প্রধান অথিতি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত ) ডা. আবুল কালাম আজাদ ও আবাসিক মেডিক্যাল অফিসার আসাদুজ্জামান।
Leave a Reply