বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: বদলগাছীতে জাতীয় দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) বেলা ১১টার দিকে উপজেলা পারিষদের সামনে প্রেসক্লাব বদলগাছী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
এ উপলক্ষে প্রেসক্লাব বদলগাছী কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি ফজলে মওলার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিয়া খাতুন। বিশেষ অতিথি ছিলেন বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান, উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাব বদলগাছীর সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক রানা হামিদ, জয়পুরহাট জেলার কালাই ডিগ্রী কলেজের প্রভাষক আতাউর রহমান, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক সেনা সার্জেন হুমায়ুন কবির প্রমূখ।
Leave a Reply