নওগাঁর বদলগাছীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. সুলতান মাহমুদ রঙ্গীন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রঙ্গীন উপজেলার সদর ইউনিয়নের মাস্টারপাড়ার মানিক হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে থানার সামনে মেইন সড়কে চলন্ত ভটভটির সাথে মোটরসাইকেল আরোহী রঙ্গিনের ধাক্কা লাগে। সাথে সাথে ছিঁটকে পড়ে তিনি গুরুতর ভাবে আহত হন। আহত রঙ্গীনকে সাথে সাথে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে স্থানীয় জনগনসহ ব্যবসায়ী মহলে শোকের ছাঁয়া নেমে এসেছে।
Leave a Reply