দেশজুড়ে ডেস্ক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে এক বাড়ির বসতঘর হতে দুই নারীর নিথর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় আরও একজনকে পাওয়া গেছে। বুধবার গভীর রাতে কেদারপুর ইউনিয়ন পরিষদের পাশে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কেদারপুর ইউনিয়ন পরিষদের সাকেব ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও তার পুত্রবধূ রিপা আক্তার (২৩)। এছাড়া এ ঘটনায় দেলোয়ার হোসেনে স্ত্রী মিনারা বেগম (৫৫) গুরুতর আহত অবস্থায় বাবুগঞ্জের বাহেরচর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বাবুগঞ্জ থানার পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে তাদের পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করেন। এ ঘরের তিনজনকে অজ্ঞান অবস্থায় খাটে শোয়া দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিনজনের মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করে মূল ঘটনা উদঘাটনের আশ্বাস দেন জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।
Leave a Reply