স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অভিনব কায়দায় চোলাইমদ বিক্রির সময় ৬০৩.৫ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৭ মে) দিনগত রাতে গোদাগাড়ী উপজেলার ডাইনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারিরা হলেন গোদাগাড়ী উপজেলার ডাইনপাড়া এলাকার মৃত ফ্রান্সিসের ছেলে মানুয়েল সরেন (৪১) ও মৃত আনুর ছেলে সনাতন হেমব্রম (৩৩)।
রবিবার (২৮ মে) সকালে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহী সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, গোদাগাড়ী উপজেলার ডাইনপাড়া এলাকায় মানুয়েল সরেনের বসতবাড়িতে চোলাইমদ বিক্রি করছে।
খবর পেয়ে শনিবার দিনগত রাত ১টার র্যাবের ওই দল ডাইনপাড়া এলাকায় মানুয়েল সরেনের বাড়িটি ঘেরাও করে। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আসামিদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
Leave a Reply