আসছে ঋতুরাজ বসন্ত। শীতকে বিদায় জানিয়ে পত্র-পুষ্পে ভরে উঠবে বৃক্ষরাজি। প্রকৃতিতে তারই আমেজ। প্রকৃতি মেতে উঠেছে নতুন সাজে সাজতে। এরই ধারাবাহিকতায় প্রকৃতির সঙ্গে পাল্লা দিয়ে নতুন সাজে সজ্জিত হচ্ছে রাজশাহী কলেজ।
রঙ বেরঙের ফুলের পাশাপাশি বাঙালী ও লোকশিল্পের অন্যতম অংশ আলপনায় ফুটে উঠেছে কলেজ ক্যাম্পাস। কলেজকে বর্ণিল সাজে সাজাতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারি ।
সেইসঙ্গে বসন্তের আগমনী বার্তায় তাল মিলিয়ে বরণ করে নিতে ব্যাস্ত হয়ে উঠেছে কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত অগ্নিবীনা সাহিত্য পরিষদ। এ সংগঠনের সদ্যদের আন্তরিক প্রচেষ্টা আর লিখনীর মাধ্যমে রঙিন হয়ে উঠছে পুরো ক্যাম্পাস।
সংগঠনের সদস্যরা জানান, বসন্ত উৎসবে প্রতিবছরই অগ্নিবীণার পক্ষ থেকে রাজশাহী কলেজে আলপনা আঁকা হয়। এ বছরও বসন্তের আবাহনে আলপনা আকাঁ হচ্ছে।
সরে জমিনে দেখা যায়, কলেজের প্রধান ফটককের সামনে অগ্নিবীণা সংগঠনের সদস্যদের দ্বারা আলপনায় সাজছে কলেজ। এছাড়া হাজী মোহাম্মদ মহসিন ভবন, ফুলার ভবন এবং রবীন্দ্র-নজরুল চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসন্তের আলপনা শোভা পেয়েছে।
রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেকের নির্দেশনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ইকবাল হোসেনের সার্বিক তত্বাবধানে এই আলপনাতে স্থান পেয়েছে মৌলিক পাঁচ রঙ । সেগুলো হল- সাদা, হলুদ, লাল, নীল ও সবুজ। অগ্নিবীনা সাহিত্য পরিষদের ৩০ শিক্ষার্থী দ্বারা পুরো ক্যাম্পাসে আলপনা আঁকা হয়েছে।
Leave a Reply