রাজশাহীর বাগমারায় মাধ্যমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
রবিবার (২৫ আগস্ট) উপজেলার বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেনের পদত্যাগের দাবিতে রাস্তায় নামে ছাত্রজনতা, সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকেরা।
মানববন্ধনে অভিভাবক এবং স্কুলের সাবেক কমিটির সদস্যরা জানান, মূলত টাকার বিনিময়ে একাধিক শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়ে সভাপতি ও প্রধান শিক্ষক টাকা আত্মসাত করেন। একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে এমন অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার জবাব চাইলে দীর্ঘদিন স্কুল থেকে পালিয়ে বেড়াচ্ছেন শিক্ষক মকবুল হোসেন।
এমন অবস্থায় স্কুলের ভবিষ্যত চিন্তা করে তার পদত্যাগ এবং প্রশাসনের মাধ্যমে সভাপতি ও প্রধানশিক্ষকের বিচার দাবি জানান বিক্ষুব্ধ জনতা।
Leave a Reply