স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারা উপজেলার কোটগ্রামে গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আবু বকর সরকারের সঞ্চালনায় রবিবার সকালে সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক আলমগীর হোসেনের বাড়ি থেকে আলাউদ্দিন খাঁনের বাড়ি পর্যন্ত প্রায় ১শত ফিট রাস্তা নির্মান করা হয়।
গোবিন্দপাড়া ইউপি সদস্য আফজাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে রাস্তার নির্মান কাজের উদ্বোধন করেন গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান পক্ষ থেকে তার ছোট ছেলে ইঞ্জিঃ আল-আমিন।
বিশেষ অতিথি ছিলেন প্রভাষক কাজেম উদ্দিন, সাংবাদিক আবু বাক্কার সুজন,নুর-কুতুবুল আলম,আলমগীর হোসেন,আপেল মাহমুদ রাঙ্গা,সাজু মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাস্টার শাহার আলী,ইঞ্জিঃ আঃ হালিম,আশরাফ আলী, মিস্টার হোসেন, রবিউল ইসলাম সাইম,তোতা মিঞা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষে দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রভাষক হাফেজ মাও.মোঃ বাবুল হুসাইন।
Leave a Reply