স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় গর্তে জমে থাকা পানিতে ডুবে আবু বাশার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের মাটি কাটা গর্তে পড়ে যায়। গর্তে পানি জমে থাকায় সেথানেই মৃত্যু হয় শিশুর।
মৃত বাশার সে উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা আব্দুল বাসেদ এর ছেলে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়িতেই খেলাধুলা করছিল বাশার। হঠাৎ করে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর মাটি কাটা গর্ত থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাগমারা থানার পুলিশ জানায়, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযাগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply