1. admin@renesus.news : admin :
  2. Biddut@renesus.news : Biddut :
  3. renesus.news@gmail.com : renesus :
  4. info@renesus.news : shamaun :
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন

বাগমারায় পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

রিপোটারের নাম :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ৬৭ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারায় নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে নূর মোহাম্মদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।মৃত নূর মোহাম্মদ উপজেলার শংকরপৈ গ্রামের বাসিন্দা মতিউল্লার ছেলে।

শুক্রবার সকালে বাড়ির অদূরে একটি পুকুরে নূর মোহাম্মদের লাশ ভাসতে দেখে একই গ্রামের ইরাজ আলী। পরে তিনি নূর মোহাম্মদ এর বাড়িতে খবর দেয়। সেই সঙ্গে কেউ তাকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে যেতে পারে এমন সন্দেহে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বের হন নূর মোহাম্মদ। তিনদিন পার হলেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যের মনে সন্দেহ দেখা দেয়। নিকট আত্মীয়ের বাসায় খোঁজ করলেও তার সন্দান পাননি। তিনদিন পর পুকুর থেকে নিখোঁজ নূর মোহাম্মদের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা আরো জানায়, নূর মোহাম্মদ সারাক্ষণ চোলাই মদ জাতীয় মাদক সেবন করতেন। অতিরিক্ত মাদক সেবনের ফলে সুস্থ ভাবে চলাচল করতে পারতেন না তিনি। হয়তো সে কারনে নেশার ঘোরে পুকুরের পানিতে পড়ে গেছে। সেখানেই মারা যাওয়ার পর লাশ পানিতে ভেসে উঠেছে।

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
কারিগরি সহযোগিতায়: সিসা হোস্ট