স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজ (বুধবার) বাঁচামরার লড়াই বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে জয় না পেলে বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের। ক্রাইস্টচার্চে মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ভয়ংকর চেহারায় হাজির হন ফিন অ্যালেন। ২৫ বলে তিনি ৪৫ রানের ঝোড়ো জুটি গড়েন ডেভন কনওয়ের সঙ্গে।
মারমুখী ব্যাটিং করা অ্যালেনকে অবশেষে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। টাইগার পেসারকে তুলে মারতে গিয়ে মিডউইকেটে ইয়াসির রাব্বির দুর্দান্ত ক্যাচ হয়েছেন কিউই ওপেনার (১৯ বলে ৩ চার, ২ ছক্কায় ৩২)
এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়ার প্লের ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৫৪ রান। কনওয়ে ১৮ আর মার্টিন গাপটিল ২ রানে অপরাজিত আছেন।
Leave a Reply